সুন্দরবন ও খুলনায় পৃথক ৩ অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ৬ জন আটক
মাসুম হাওলাদার, বাগেরহাট: সুন্দরবন ও খুলনায় কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং মাদকসহ মোট ছয়জনকে আটক করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে, শনিবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইস মোংলা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডাকাতরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া চালিয়ে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে। আটককৃতরা হলেন মোঃ বিল্লাল হোসেন (২৫), মোঃ রবিউল শেখ (৩২), মোঃ জিন্নাত হাওলাদার (৩৫) ও মোঃ কালাম গাজী (২৪)। তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ডাকাতি ও ডাকাত দলের অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।
রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ পিস ইয়াবা (মূল্য প্রায় ২৫ হাজার টাকা) এবং নগদ ১৭,৫৮০ টাকা সহ ১ জন মাদক কারবারীকে আটক করা হয়।
ভোর ৫ টায় কোস্ট গার্ড স্টেশন রুপসা, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে খুলনার লবনচরা থানাধীন সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৪টি দেশীয় অস্ত্র এবং প্রায় ৬,৪০০ টাকা মূল্যের ২০০ গ্রাম গাঁজাসহ ১ জন কিশোর গ্যাং-এর সদস্যকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “দেশের উপকূলীয় এলাকা এবং সুন্দরবনকে মাদক ও দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
বাংলাদেশের সুন্দরবন ও উপকূলীয় অঞ্চল দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালান, ডাকাতি ও জঙ্গি কর্মকাণ্ডের জন্য সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচিত। বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে রেইড, তল্লাশি ও নজরদারি অভিযান চালিয়ে এই অঞ্চলে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিআলো/তুরাগ