সুপার কাপে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা
স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এই জয়ে লা লিগায় আগের হারের প্রতিশোধও নিল কাতালানরা।
কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রথমার্ধেই হয় পাঁচ গোল, যার চারটিই আসে ইনজুরি টাইমে।
৩৬ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সা। ইনজুরি টাইমে একক নৈপুণ্যে রিয়ালকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে দুই মিনিট পর রবার্ট লেভানডোভস্কির চিপ শটে আবার লিড নেয় বার্সেলোনা। বিরতির ঠিক আগে কর্নার থেকে রিয়াল আবার সমতা আনে।
দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে রাফিনহার শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকে পড়ে। শেষ দিকে বদলি হিসেবে নামা কিলিয়ান এমবাপেও রিয়ালকে ফেরাতে পারেননি।
৯০ মিনিটের পর ফ্রেঙ্কি ডি ইয়াং লাল কার্ড দেখলেও বার্সা রক্ষণ সামলে রাখে। গোলকিপার জোয়ান গার্সিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ নিশ্চিত করে শিরোপা। এটি বার্সেলোনার ১৬তম স্প্যানিশ সুপার কাপ জয়।
বিআলো/শিলি



