• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সুরা হাশরের শেষ তিন আয়াত: উচ্চারণ, অর্থ ও অসাধারণ ফজিলত 

     dailybangla 
    24th Oct 2025 1:20 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: পবিত্র কোরআনের ৫৯তম সুরা হাশর মদিনায় অবতীর্ণ। এতে ইহুদিদের নির্বাসনের ঘটনা বর্ণিত আছে, যারা নবী করিম (স.)-কে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। বিশেষ করে সুরার শেষ তিনটি আয়াতের উচ্চারণ ও অর্থ অনন্য, যেখানে আল্লাহর গুরুত্বপূর্ণ নামগুলো উল্লেখিত এবং এর ফজিলত অসাধারণ।

    আরবি আয়াত:
    هُوَ ٱللَّهُ ٱلَّذِي لاَ إِلَـٰهَ إِلاَّ هُوَ عَالِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَادَةِ هُوَ ٱلرَّحْمَـٰنُ ٱلرَّحِيمُ هُوَ ٱللَّهُ ٱلَّذِي لاَ إِلَـٰهَ إِلاَّ هُوَ ٱلْمَلِكُ ٱلْقُدُّوسُ ٱلسَّلاَمُ ٱلْمُؤْمِنُ ٱلْمُهَيْمِنُ ٱلْعَزِيزُ ٱلْجَبَّارُ ٱلْمُتَكَبِّرُ سُبْحَانَ ٱللَّهِ عَمَّا يُشْرِكُونَ هُوَ ٱللَّهُ ٱلْخَالِقُ ٱلْبَارِىءُ ٱلْمُصَوِّرُ لَهُ ٱلأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ يُسَبِّحُ لَهُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

    উচ্চারণ:
    হুআল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া, আলিমুল গাইবি ওয়াশ শাহাদাদি, হুয়ার রাহমানুর রাহিম।
    হুআল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা য়ুশরিকুন। হুআল্লাহুল খালিকুল বা-রিউল মুছাওয়িরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস-সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া হুয়াল আজিজুল হাকিম।

    অর্থ-
    তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি অদৃশ্য ও দৃশ্যের পরজ্ঞাত। তিনি পরম করুণাময় ও পরম দয়াময়। তিনি মালিক, পবিত্র, শান্তি প্রদানকারী, নিরাপত্তার রক্ষক, পরাক্রমশালী, প্রবল ও অহংকারের অধিকারী। যাদেরকে মানুষ আল্লাহর সাথে শরিক করে, তাদের থেকে আল্লাহ পবিত্র।
    তিনি সৃষ্টিকর্তা, উদ্ভাবনকারী, রূপদাতা। সমস্ত সুন্দর নাম তারই। আকাশ ও পৃথিবীর যা কিছু আছে, সব তার মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী ও তত্ত্বজ্ঞানী।

    ফজিলত-
    হজরত মাআকিল ইবনে ইয়াসির (র.) থেকে বর্ণিত, যিনি বলেন:

    যে ব্যক্তি সকালে তিনবার সুরা হাশরের শেষ তিনটি আয়াত পড়বে, আল্লাহ তার জন্য ৭০ হাজার ফেরেশতা নিযুক্ত করবেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। যদি ওই দিন মৃত্যু হয়, সে শহীদ হিসেবে মারা যাবে। সন্ধ্যায় পড়লেও একই ফজিলত রয়েছে। (তিরমিজি ২৯২২)

    এই আয়াতগুলোর গুরুত্ব অপরিসীম, কারণ এতে আল্লাহর অনেক গুরুত্বপূর্ণ নাম এবং তার মহিমা উল্লেখ আছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031