• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে: জেলা প্রশাসক 

     dailybangla 
    15th Sep 2025 8:33 pm  |  অনলাইন সংস্করণ

    বন্দর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

    মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সোমবার বন্দর উপজেলার লক্ষ্মণখোলা ঢাকেশ্বরী মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এসময় তার সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা উদযাপন কমিটির সদস্য এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

    জেলা প্রশাসক বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।”

    তিনি আরও জানান, জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সবার সমন্বয়ে একটি শক্তিশালী টিম গঠন করা হয়েছে। পূজা ঘিরে কোথাও বিচ্ছিন্ন ঘটনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা, কন্ট্রোল রুম চালু রাখা এবং আনসার সদস্যদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োগের কথা উল্লেখ করেন তিনি।

    জেলা প্রশাসক আরও বলেন, ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি নিয়মিত টহল দেবে। পূজামণ্ডপে বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটর রাখতে হবে এবং নারী-পুরুষের সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আজান ও নামাজের সময় উচ্চৈঃস্বরে বাদ্যযন্ত্র বাজানো থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

    সবশেষে জেলা প্রশাসক বলেন, “ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন হোক, এটাই আমাদের প্রত্যাশা।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930