সেই ঐক্য রাজনীতিবিদরা হারিয়ে ফেলছেন: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় যে ঐক্য দেখা গিয়েছিল, সেই ঐক্য দেশের রাজনীতিবিদরা এখন ‘হারিয়ে ফেলছেন’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফখরুল বলেন, “এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছিল দেশটাকে সুন্দর করে গড়ে তোলার। কিন্তু আমরা দেখছি, রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেকেই সরে যাচ্ছেন। চারদিকে অনৈক্যের সুর— যা হতাশার।”
‘শিক্ষা ব্যবস্থার দুরবস্থার দায় রাজনীতিবিদদের’ শিক্ষার মান নিয়ে সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী আমরাই— রাজনীতিবিদ ও আমলাতন্ত্র। বিএ, এমএ পাস করে তরুণরা বেকার ঘুরে বেড়ায়। কিন্তু যদি তারা কারিগরি শিক্ষায় দক্ষ হতো, চাকরির অভাব থাকত না।”
তিনি বলেন, কারিগরি ও ভোকেশনাল শিক্ষার ওপর জোর না দেওয়াই তরুণ প্রজন্মের বিকাশে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
“আজকে আমাদের শিক্ষকেরা এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন। অথচ আমরা চাইলে শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে পারতাম— যেখানে মেধাবীরা উচ্চশিক্ষা পাবে, আর বাকিরা দক্ষ হয়ে কর্মসংস্থান সৃষ্টি করবে।”
‘জেন-জি দের চিন্তা আলাদা, তাদের এগিয়ে দিতে হবে’
বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা এখন এক ক্রান্তিকালে আছি— এক ‘ট্রানজিশনাল পিরিয়ডে’। এই সময়ে জেনারেশন জেডদের চিন্তা ও ভাবনা আমাদের চেয়ে অনেক আলাদা। তারা প্রযুক্তিনির্ভর, তারা আমাদের চেয়ে অনেক বেশি জানে।”
তিনি আরও বলেন, “এই জ্ঞানকে মঙ্গলের জন্য ব্যবহার করতে হবে, ধ্বংসের জন্য নয়। সবাই মিলে মানবকল্যাণে কাজ করলে তবেই আমরা একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারব।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের জন্য আমাদের দোয়া ও প্রার্থনা, আল্লাহ যেন তোমাদের মানুষ হওয়ার মতো করে গড়ে তোলেন— কারণ মানুষ হওয়াটাই সবচেয়ে বড় অর্জন।”
সভায় সভাপতিত্ব করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা। আলোচনায় অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান, বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’র প্রধান সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষাবিদ এম এ সাজ্জাদ, কবীর হোসেন, কাজী শওকত হোসেন, অধ্যাপক সরকার মাহবুব আহমেদ শামীম, মোশাররফ হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিআলো/তুরাগ



