সেনানিবাসে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে নবীন বরণের উৎসব
জ.ই বুলবুল: ২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর রাজধানীর বিভিন্ন কলেজে শুরু হয়েছে নবীন বরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে উৎসবমুখর হয়ে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
সোমবার সকালে ঢাকা সেনানিবাসে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে অনুষ্ঠিত নবীন বরণে অংশ নেয় প্রায় তেরো’শ শিক্ষার্থী। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে ভিড় জমতে থাকে শিক্ষার্থী ও অভিভাবকদের। নতুন যাত্রার শুরুতে মেয়েদের হাতে বই, চোখেমুখে উচ্ছ্বাস আর ভবিষ্যতের স্বপ্ন। অন্যদিকে অভিভাবকদের চোখে গর্ব ও আনন্দের ঝিলিক।
নতুন শিক্ষার্থী মাহজাবিন তাবাসসুম বলেন, ‘আজ আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। আমি চাই পড়াশোনায় মনোযোগী হয়ে দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করতে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কর্ণেল মুহাম্মদ সাদিক মাহমুদ, পিএসসি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা দেশের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে আলোকিত আগামী। কলেজ কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, বরং জীবন গড়ার জন্য সুশিক্ষা দিতে সচেষ্ট থাকবে। সততা, শৃঙ্খলা ও মানবিকতা-এই মূল্যবোধেই বেড়ে উঠতে হবে।
ভাইস প্রিন্সিপাল ফাহমিদা খানম বলেন, ‘রাজধানীর স্বনামধন্য কলেজ হিসেবে আমরা এর মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবসময় বদ্ধপরিকর।
অভিভাবকদের মিলনমেলাতেও ছিল ভিন্ন রকম আবহ। কেউ সন্তানের জীবনের নতুন অধ্যায়কে তুলনা করেছেন প্রথম বিদায়ের সঙ্গে, কেউ আবার আশা করেছেন তাঁদের সন্তানরা একদিন সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজধানীর বিভিন্ন কলেজেই একই আবহ। নতুন শিক্ষার্থীদের হাতে বই, চোখে স্বপ্ন আর ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয়—সব মিলিয়ে নবীন বরণ হয়ে উঠছে তাঁদের জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত।
বিআলো/এফএইচএস