সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ রাজশাহীর চাঁন সওদাগর আটক
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চাঁন সওদাগর নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে তার দুই সহযোগীকেও আটক করা হয়।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক চাঁন সওদাগর রাজশাহী জেলার পবা উপজেলার নওদাবিল গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আবু রউফ মিস্ত্রি। আটকের পর তাকে রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁন সওদাগর রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে নগরীর তেরখাদিয়া, বন্ধগেট, ডাবতলা ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, চাঁন সওদাগরের বিরুদ্ধে রাজশাহী মহানগরের বিভিন্ন থানায় চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক আইনে মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে রাজপাড়া থানায় ১১টি, বোয়ালিয়া থানায় ৬টি এবং শাহ মখদুম থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একাধিক অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিআলো/ইমরান



