সেন্টমার্টিন-টেকনাফ রুটে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু
চঞ্চল দাশগুপ্ত, কক্সবাজার: সেন্টমার্টিন থেকে টেকনাফগামী যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আটজনকে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সেন্টমার্টিনের উত্তরের ঘোলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার এবং তার শিশুকন্যা মাহিমা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার পরিদর্শক আবু জায়েদ মো. নূর।
তিনি জানান, ডুবে যাওয়া স্পিডবোট থেকে উদ্ধার করার পর মা-মেয়েকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দ্বীপের এক বাসিন্দা জানান, সকাল ১০টার দিকে সেন্টমার্টিন থেকে ১০ জন যাত্রী নিয়ে দুটি স্পিডবোট টেকনাফের উদ্দেশে রওনা হয়। ঘোলারচর এলাকায় পৌঁছালে হঠাৎ ঢেউয়ের তীব্রতায় একটি বোট ডুবে যায়। পরে অপর স্পিডবোটটি যাত্রীদের উদ্ধার করে শাহপরীর দ্বীপে নিয়ে যায়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী বলেন, দুপুর ১২টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা যান। উদ্ধার হওয়া শিশু নুফাইদা (৬) ও মাহামুদা (৯) বর্তমানে আশঙ্কামুক্ত।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা দাবি করেছেন, স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
বিআলো/ইমরান



