সেবক হিসেবে কাজ করতে চান সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান
হোমনা-তিতাসে আনন্দ মিছিল ও সমাবেশ
হোমনা-তিতাস প্রতিনিধি: হোমনা-তিতাসের মানুষের অভিভাবক বা কাণ্ডারী নয়, বরং সেবক হতে চান—এমন মন্তব্য করেছেন সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার এম এ মতিন খান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে হোমনায় অনুষ্ঠিত এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কুমিল্লা-২ আসন পুনর্বহালকে স্বাগত জানিয়ে হোমনা-তিতাসের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের বাসভবনে এসে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক জহর। উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপনসহ হোমনা-তিতাসের অসংখ্য দলীয় নেতা-কর্মী। বক্তারা কুমিল্লা-২ আসন পুনর্বহালের সিদ্ধান্তকে জনগণের দাবি পূরণের ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
নিজের বক্তব্যে এম এ মতিন খান বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তবে মনোনয়ন ও নেতৃত্ব আল্লাহর তরফ থেকেই আসে। যদি স্রষ্টা আমাকে এ দায়িত্ব দেন, তাহলে আমি জনগণের অভিভাবক নই, কাণ্ডারী নই, বরং একজন সেবক হয়ে আপনাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো।”
এর আগে তিনি দলের নেতাকর্মীদের নিয়ে মরহুম এম কে আনোয়ারের কবর জিয়ারত করেন এবং তার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নেতাকর্মী ও সাধারণ মানুষ জানান, এই আয়োজন তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
বিআলো/তুরাগ