সেবানীড় ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার প্রদান
আব্দুর রউফ দুদু,গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দাতব্য ও সামাজিক প্রতিষ্ঠান “সেবানীড় ফাউন্ডেশন”-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) গৌরীপুর উপজেলার পৌর শহরের পিছিয়ে পড়া জনগোষ্ঠী মনি ঋষি, চৌহান ও রবিদাস সম্প্রদায়ের অসহায় ও দরিদ্র পরিবার এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় মানুষের মাঝে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সেবানীড় ফাউন্ডেশনের সংগঠক রুহুল্লাহ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবানীড় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন। সভাপতিত্ব করেন সেবানীড়ের প্রতিষ্ঠাতা সদস্য আজিজুল ইসলাম মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্মপ্রত্যয়ী বাংলাদেশের সাবেক সভাপতি ও সেবানীড়ের সংগঠক অ্যাডভোকেট আল ইমরান মুক্তা, রাজগৌরীপুর মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সেবানীড়ের সংগঠক ওয়ালিউল্লাহ রুবেল, স্বজন সমাবেশের গৌরীপুর উপজেলা সাধারণ সম্পাদক ও সেবানীড়ের সংগঠক প্রভাষক সেলিম আল রাজ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সেবানীড় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট মাসুম আব্দুল্লাহ, শরীফ খন্দকার মাস্টারসহ সেবানীড়ের সংগঠক খাইরুল আরেফিন মাস্টার, রমজান আহমেদ নাজিম প্রমুখ।
বিআলো/ইমরান



