সোনাগাজীতে দেয়াল ঘড়ি মার্কার নির্বাচনী জনসংযোগ অনুষ্ঠিত
ইনসাফ ও ন্যায়ের রাজনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ প্রিন্সিপাল আলী মিল্লাত
আবুল হাসনাত তুহিন, ফেনী: সোনাগাজী বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেয়াল ঘড়ি প্রতীকের পক্ষে নির্বাচনী জনসংযোগ করেছেন দাগনভূঞা-সোনাগাজী-৩ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত।
আজ শনিবার আসর নামাজের পর শুরু হওয়া এ জনসংযোগে অংশ নেন স্থানীয় অসংখ্য সাধারণ মানুষ, ব্যবসায়ী, ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লি।
জনসংযোগ চলাকালে এলাকাবাসীর উচ্ছ্বাস দেখে কৃতজ্ঞতা প্রকাশ করে প্রার্থী প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত বলেন, “জনগণের ভালোবাসা আমাকে অভিভূত করেছে। সোনাগাজীর সর্বস্তরের মানুষ দেয়াল ঘড়ির পাশে থাকার আশ্বাস দিয়েছেন — আলহামদুলিল্লাহ।”
তিনি আরও বলেন, “জনগণ যদি দেয়াল ঘড়ি প্রতীকে আমাকে নির্বাচিত করেন, তাহলে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে এলাকার সব ধরনের উন্নয়নমূলক কর্মযজ্ঞ সম্পাদন করা হবে। জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।”
নির্বাচনী জনসংযোগে খেলাফত মজলিস ফেনী জেলা ও সোনাগাজী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ও দেয়াল ঘড়ি প্রতীকের পক্ষে প্রচারণা চালান।
জনসংযোগ শেষে বাজারের বিভিন্ন স্থানে প্রার্থী আলী মিল্লাতকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনেকেই দেয়াল ঘড়ি প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দিতে থাকেন।
এলাকার সচেতন নাগরিকরা মনে করছেন, ইনসাফ ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকারে আলী মিল্লাতের প্রচারণা সোনাগাজীর ভোটারদের মধ্যে নতুন প্রত্যাশা জাগিয়েছে।
বিআলো/তুরাগ



