সোনামসজিদ স্থলবন্দরে তিন কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রে রাস্তার অভাব নিরসনে তিন কিলোমিটার দীর্ঘ নতুন রাস্তা দ্রুত নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এ সময় তিনি আরও বলেন, বন্দরে কর্মরত শ্রমিকদের চিকিৎসার সুবিধার্থে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। বন্দরের উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
এর আগে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা, চেয়ারম্যান আতিকুর রহমান খান এবং সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক।
সভায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. রেজাউল করিমসহ বন্দরের ব্যবসায়ী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস