• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই সর্দার গ্রেফতার 

     dailybangla 
    24th Oct 2025 8:36 pm  |  অনলাইন সংস্করণ

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের ডাকাতি রোধ, পলাতক সহযোগীদের ধরতে অভিযান চলছে

    মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশি অভিযানে বড় ধরনের ডাকাতি রোধ করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা শিল্পনগরীতে ডাকাতির প্রস্তুতিতে থাকা দুই সর্দারকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

    স্থানীয়দের উদ্বেগ এবং গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে পুলিশ বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিহত করেছে।

    পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের অভিযানে উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর ও ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দুই ডাকাত সর্দারকে। তারা হলেন ইসলামপুর এলাকার আব্দুস সামাদের ছেলে মো. কবির হোসেন (৪০) এবং মৃত গোলজার হোসেনের ছেলে সুজন (৩০)। এসময় আরও ছয়জন—জসিম, শিবু, ইউসুফ, নাজিম, কবির ও সাকিব—সহ ৭-৮ জন ডাকাত সহযোগী পালিয়ে যায়।

    সোনারগাঁও থানার এসআই (নিরস্ত্র) শরিফুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা শিল্পনগরীতে একদল ডাকাত সক্রিয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালাই এবং দুইজনকে আটক করতে সক্ষম হই। বাকিরা অন্ধকারে পালিয়ে যায়।”

    অভিযানস্থল থেকে দুটি সুইচ গিয়ার চাকু, দুটি ধারালো রামদা এবং দুটি কাঠের হাতলযুক্ত ছোরা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা মহাসড়কে ডাকাতির পরিকল্পনা করছিল।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কা বেড়ে গেছে। তবে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের আর্থিক ও প্রাণঘাতী ক্ষতি হওয়া রোধ করা সম্ভব হয়েছে।

    সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031