সোনারগাঁওয়ে মান্নানের মনোনয়ন বাতিলে বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁওয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও র্যালি আয়োজন করেছে।
শনিবার (২২ নভেম্বর) বিক্ষোভ মিছিলটি উপজেলার কাঁচপুর ঢাকা–চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বিএনপির ইউপি কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে র্যালিটি শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিউল রহমান আপেল, আবু জাফর, অধ্যাপক আহমেদ ইমতিয়াজ বকুল ও আল-মুজাহিদ মল্লিক।
র্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, দলীয় সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে ৩১ দফাকে গুরুত্বপূর্ণ রোডম্যাপ হিসেবে দেখা হচ্ছে। তারা আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জ–৩ আসনে মান্নানের মনোনয়ন বাতিল করে অন্য কাউকে মনোনয়ন দেওয়ার বিরুদ্ধে এ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে।
সমাবেশে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক নেতা সালাউদ্দিন সালু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর বিএনপি নেতা তপন আহমেদ, রওশন, মোবারক, আলমগীরসহ অন্যান্য নেতাকর্মী। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা অংশ নেন।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া র্যালিকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
বিআলো/তুরাগ



