সোনারগাঁয়ে বিএনপির জনসভা ও র্যালি: ৩১ দফা বাস্তবায়নে নেতাদের ঐক্যবদ্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁ উপজেলা এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের কাঁচপুর হাইওয়ে থানার বালুমাঠ সংলগ্ন এলাকায় এ বিশাল জনসভা এবং পরবর্তীতে হাইওয়েতে র্যালি অনুষ্ঠিত হয়। জনসভায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের চারজন মনোনয়নপ্রত্যাশী একই মঞ্চে উপস্থিত হয়ে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেন।
বক্তারা জানান, দলের সম্ভাব্য প্রার্থীরা থাকলেও তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ঐক্যবদ্ধ রাজনীতির স্বার্থেই তারা একই মঞ্চে এসেছেন। পাশাপাশি তারা বলেন, চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়ায় এমন প্রার্থী মনোনীত করা হবে, যাকে ঘিরে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারবেন এবং জনগণের ভোটে বিজয়ী করে সংসদে পাঠানো সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রেজাউল করিম, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁ উপজেলা বিএনপির ১ম সহসভাপতি আল মুজাহিদ মল্লিক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু।
এছাড়া বিএনপি এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক সংখ্যায় উপস্থিত হয়ে জনসভা ও র্যালিকে সফল করে তোলেন।
বিআলো/এফএইচএস



