সোনারগাঁয়ে বিএনপির সমাবেশে
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে বিএনপির উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তীব্র সমালোচনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে আছে এবং থাকবে।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কাঁচপুর বালুর মাঠ জনসমুদ্রে পরিণত হয় এবং স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বক্তারা বলেন, মামলা-হামলা ও দমন-পীড়নের মাধ্যমে বিএনপিকে দমিয়ে রাখা যায়নি।
আগামীতে সোনারগাঁ উপজেলা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় নারায়ণগঞ্জ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



