সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের বাসভবনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে আয়োজিত এ দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বিআলো/আমিনা



