সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে বিস্ফোরক মামলায় স্বপন মিয়া গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার একটি নিয়মিত মামলায় মোঃ স্বপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সোনারগাঁও থানা এলাকার একটি স্থান থেকে তাকে সুস্থ অবস্থায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত স্বপন মিয়া সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি সোনারগাঁও উপজেলা শেখ রাসেল পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, সোনারগাঁও থানার এফআইআর নং-১০, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৪ অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি জিআর নং-৩৪৪, একই তারিখ রাত ১১টা ৪৫ মিনিটে রুজু হয়।
উক্ত মামলায় স্বপন মিয়ার বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৩/৬ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ৩২৩, ৩২৬, ১০৯ ও ১১৪ ধারায় অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের পর সোনারগাঁও থানার একটি পুলিশ টিম তাকে ১ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুরে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিআলো/এফএইচএস



