• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সোনারগাঁয়ে ভুক্তভোগী ব্যবসায়ীর সংবাদ সম্মেলন 

     dailybangla 
    29th Oct 2024 11:59 pm  |  অনলাইন সংস্করণ

    সামির সরকার সবুজ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের জমি সংক্রান্ত বিষয়ে মানববন্ধন করে কয়েকটি অনলাইন ও দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. আব্দুল মতিন।

    আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার পৌর-ভবনাথপুর এলাকায় আব্দুল মতিন তার নিজ বাসভবনে (স্বপ্ননীড়) বিভিন্ন ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রবিবার (২৭ অক্টোবর) সকালে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সামনে তার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

    সংবাদ সম্মেলনে আব্দুল মতিন বলেন, মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সামনে ১০৩ শতাংশ সম্পত্তি রেকর্ডীয় মালিকদের কাছ থেকে ক্রয় করেছেন। তার কাছে প্রয়োজনীয় মালিকানার সকল কাগজপত্র রয়েছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে এর সুরাহাও হয়েছে। কিভাবে রেকর্ডীয় সম্পত্তি হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাগজপত্র নিয়ে বসলেই এটি ব্যক্তি সম্পত্তি নাকি সরকারী সম্পত্তি পরিষ্কার হয়ে যাবে। একটি কুচক্রী মহল কোমলমতি ছাত্রছাত্রীদের ব্যবহার করে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে আমার জমি দখলের পাঁয়তারা করছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

    তিনি বলেন, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম-আহবায়ক আশরাফ প্রধান আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করলে আমি দিতে রাজি হইনি বলে আমার বিরুদ্ধে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করেছে। তার সাথে আওয়ামী লীগ আমলের জাতীয় পার্টি নেতা এবং বর্তমান থানা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, মুক্তিযোদ্ধা সোহেল রানা, সফিকুল ইসলাম মাষ্টার, মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ওবায়দুল হক, প্রভাষক বাহাউল হক, সহকারী শিক্ষক সানোয়ারা বেগম, যুবদল নেতা শাহাদাত হোসেন ও তাদের সমমনাদের যোগসাজশে আমাকে সমাজের চোখে হেয়-প্রতিপন্ন করে আমার ক্রয়কৃত সম্পত্তি দখল করার পাঁয়তারা করছে। এ বিষয়ে আমি মামলা করলেও কোন ন্যায় বিচার পাইনি।

    তিনি বলেন, ছয় শতাংশ যায়গা ব্যতীত এখানে স্কুলের কোন যায়গা নেই। কাগজে কলমে পুরো সম্পত্তির মালিক আমি। স্কুলের ছয় শতাংশ জায়গা ব্যতীত যদি অন্য কোন কাগজপত্র তারা দেখাতে পারেন পুরো সম্পত্তি স্কুলের নামে লিখে দেবে বলেও চ্যালেঞ্জ করেন ব্যবসায়ী আব্দুল মতিন।

    সংবাদ সম্মেলনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মতিন তার বিরুদ্ধে মানববন্ধন করে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930