সোনারগাঁয়ে মাদকবিরোধী যুবকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও অভিযোগের প্রতিবাদ
মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খিদিরপুর বড়বিডা এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্থানীয় যুবসমাজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও থানায় অভিযোগ দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট বৃহস্পতিবার সকালে খিদিরপুরে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী ও যুবসমাজ। এসময় মাদক বিক্রেতা লোকমান, মামুন, মাসুম, শাজাহান ও তার ছেলে অপুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
ভুক্তভোগী ফয়সাল ভূইয়া বলেন, আমরা এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে কাজ করায় এবং মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতারা আমাদের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ও থানায় উদ্দেশ্যমূলক অভিযোগ দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। যত বাধা-বিপত্তি আসুক, আমরা মাদকের বিরুদ্ধে কথা বলে যাব।
বিক্ষোভে খিদিরপুর, বড়বিডা, নয়াপাড়া, মৈকুলি ও আশপাশের গ্রামের অসংখ্য গ্রামবাসী ও যুবক অংশ নেন।
বিআলো/এফএইচএস