• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সোনারগাঁয়ে সাংবাদিক মিঠুকে হত্যার হুমকি 

     dailybangla 
    26th Aug 2025 2:38 pm  |  অনলাইন সংস্করণ

    জার্নালিস্ট ক্লাব সভাপতির তীব্র নিন্দা

     মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৈনিক এশিয়া বানী পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মিঠু আহমেদকে অজ্ঞাত এক মোবাইল নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে মিঠু আহমেদের ব্যক্তিগত মোবাইলে একটি কল আসে। কলটি রিসিভ করার সঙ্গে সঙ্গেই কলকারী অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয়। কলকারী হুমকি দেয়-এক সপ্তাহের মধ্যে মিঠু আহমেদ অথবা তার পরিবারের কোনো সদস্যকে হত্যা করা হবে।

    ঘটনার পর সাংবাদিক মিঠু আহমেদ দুপুরে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব সভাপতি ফারুকুল ইসলাম এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিক মিঠু আহমেদকে হত্যার হুমকি দেওয়ার মাধ্যমে শুধু একজন সাংবাদিককেই ভয় দেখানো হয়নি, বরং দেশের গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। এটি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য ভয়ংকর হুমকি।

    তিনি আরও বলেন, অনতিবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হুমকি বরদাস্ত করা হবে না। প্রয়োজনে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনে নামবে। রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব হচ্ছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

    সাংবাদিক সমাজ দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031