সোনারগাঁ লিজেন্ড কাপ ৩৫+ ক্রিকেট: নোয়াগাঁও একাদশকে হারিয়ে জয়ের সূচনা সাংবাদিক একাদশের
রাশেদুল ইসলাম রাসেল: সোনারগাঁ লিজেন্ড কাপ ৩৫+ ক্রিকেট টুর্নামেন্ট (সিজন–০২)-এর নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে সাংবাদিক একাদশ। সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে সোনারগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে নোয়াগাঁও একাদশকে ২৬ রানে পরাজিত করে তারা।
টসে জিতে নোয়াগাঁও একাদশ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে সাংবাদিক একাদশ নির্ধারিত ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৬ রান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের চাপে রাখে সাংবাদিক একাদশের ব্যাটসম্যানরা।
১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে নোয়াগাঁও একাদশ লড়াই করলেও সাংবাদিক একাদশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি। শেষ পর্যন্ত তারা ১৫১ রানে অলআউট হয়ে গেলে ২৬ রানের জয় নিশ্চিত করে সাংবাদিক একাদশ।
ম্যাচে চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক একাদশের বাবুল ৩১ রান করার পাশাপাশি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আদিব ও হিমেল। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মিলন বাবু।
মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন সোনারগাঁয়ের এক সময়ের তারকা ক্রিকেটার একরামুল হাসান বাদল, তোফায়েল গাজী, জয়নাল আবেদীন বাপ্পি ও বুলবুল আহমেদ।
এদিকে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই দর্শকদের আগ্রহ ও উত্তেজনা ক্রমেই বাড়ছে, যা সোনারগাঁ লিজেন্ড কাপ ৩৫+ ক্রিকেট টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য করে তুলছে।
বিআলো/তুরাগ



