সোশ্যাল মিডিয়ায় ঝড়: সুইমিংপুলে সুনেরাহর নতুন রূপে মুগ্ধ ভক্তরা
dailybangla
19th Oct 2025 6:49 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: অভিনয়ে দক্ষতা ও গ্ল্যামারে সমানভাবে আলোচিত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায়। সম্প্রতি ইনস্টাগ্রামে সুইমিংপুলে তোলা কিছু ছবি শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।
ছবিতে গোলাপি পোশাকে রৌদ্রস্নানরত সুনেরাহকে দেখা যায়- আর মন্তব্যের ঘর ভরে গেছে আগুনের ইমোজিতে। এক ভক্ত লিখেছেন, “এখন তো দেখছি সুইমিংপুলেও আগুন লেগেছে!”

অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, “সূর্যের উষ্ণতা উপভোগ করছি।”
এর আগেও তিনি নিজের চুল ও ত্বকের রূপান্তর নিয়ে পোস্ট দিয়েছিলেন, যেখানে লিখেছিলেন, “প্রতিবার পর্দায় নতুন চরিত্রে আসার সময় আমিও নিজেকে নতুন করে আবিষ্কার করি। প্রতিটি রূপকেই ভালোবাসি।”
সুনেরাহর মতে, জীবনকে ভালোবাসার সবচেয়ে বড় উপায় হলো নিজের উন্নতি ও সৃষ্টিতে ব্যস্ত থাকা- অন্যের খুঁত ধরার সময় না রাখা।
বিআলো/শিলি



