সোহাগ হত্যার বিচার চেয়ে ব্যবসায়ীদের ৭ দিনের আলটিমেটাম
নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকায় প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি। সোমবার (১৪ জুলাই) সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ৬ দফা দাবি উপস্থাপন করেন তারা। দাবি আদায়ে সাত দিনের আলটিমেটাম দিয়ে সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি হাজি সৈয়দ মো. বশির উদ্দিন, সাবেক সভাপতি হাফেজ হাজি এনায়েতুল্লাহ, সাধারণ সম্পাদক হাজি মো. গোলাম মাওলা, এফবিসিসিআই’র সাবেক পরিচালক হাফেজ হারুন, ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সালাম, ব্যবসায়ী নেতা আবুল হাশেম, আলহাজ ফারুক আহমেদ, কৃষ্ণ সাহা, অরুণ সাহাসহ পুরান ঢাকার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও অসংখ্য ব্যবসায়ী।
ব্যবসায়ীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- ১. সোহাগ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ২. ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩. হত্যাকাণ্ডে জড়িতদের সাত দিনের মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ৪. পুরান ঢাকার ব্যবসায়িক এলাকায় সেনাবাহিনীর টহল বাড়াতে হবে। ৫. কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নির্মূলে পুলিশের সক্রিয়তা নিশ্চিত করতে হবে। ৬. দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
হাফেজ এনায়েতুল্লাহ বলেন, প্রকাশ্যে পাথর মেরে হত্যার এমন নিষ্ঠুরতা জঙ্গলেও দেখা যায় না। পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও না ছড়ালে হয়তো সোহাগকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হতো।
এফবিসিসিআই’র সাবেক পরিচালক হাফেজ হারুন বলেন, ব্যবসায়ীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে রয়েছেন। পাঁচজন সন্ত্রাসীর কাছে আমরা জিম্মি হতে পারি না। বাঁশের লাঠি রাখুন দোকানে, চাঁদাবাজদের প্রতিরোধ করুন।
ব্যবসায়ী নেতা আবুল হাশেম বলেন, পুরান ঢাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন। প্রকাশ্যে হত্যাকাণ্ডে ব্যবসায়ীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনকি ক্রেতারাও আতঙ্কে থাকেন।
মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ দীনু বলেন, আমার সহকর্মীকে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করা হয়েছে। এটি বর্বরতাকেও হার মানায়। অবিলম্বে এর সুষ্ঠু বিচার চাই।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দেশের অর্থনীতিতে পুরান ঢাকার ব্যবসায়ীরা অগ্রণী ভূমিকা পালন করলেও এখন তারা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত ব্যবস্থা না নিলে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র ক্ষতিগ্রস্ত হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিআলো/এফএইচএস