সোহাগ হত্যা: আরও দুই আসামির ৪ দিন করে রিমান্ড মঞ্জুর
নিজস্ব প্রতিবেধক: রাজধানীর পুরান ঢাকায় পাথর ও ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী মো. সোহাগকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আলমগীর ও মনিরকে চারদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার (১৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃত আলমগীর মামলার ৪ নম্বর এবং মনির ৫ নম্বর এজাহারভুক্ত আসামি।
এর আগে, গত ১০ জুলাই মামলার ১ নম্বর আসামি মাহমুদুল হাসান মহিন এবং ১২ জুলাই টিটন গাজীর পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে এলোপাতাড়ি পাথর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের নৃশংস দৃশ্য ভিডিওতে ছড়িয়ে পড়ে সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
পরদিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।
নিহত মো. সোহাগ (৩৯) কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুরান ঢাকার মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিআলো/এফএইচএস