সৌদিতে ভয়াবহ ঝড়-বৃষ্টি: বন্যার সতর্কতা জারি
আর্ন্তজাতিক ডেস্ক: সৌদি আরবজুড়ে হঠাৎ শুরু হওয়া তুমুল ঝড়-বৃষ্টি জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। আবহাওয়া অনুকূলে না ফিরলে বহু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজের তথ্যমতে, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশসহ উত্তর সীমান্তজুড়ে বজ্রসহ ভারি বর্ষণ চলছে। হাইল, তাবুক, আল-জৌফ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেও অব্যাহত রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কুয়াশা। মরুময় সৌদিতে এমন প্রবল বৃষ্টি সাধারণত বিরল হলেও সাম্প্রতিক কয়েক বছরে এর পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।
এনসিএম জানায়, লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ পরিস্থিতিকে গুরুতর করেছে। সাগর উপকূলীয় অঞ্চলগুলোয় ঘণ্টায় ১৮-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইছে, যা বাড়তে বাড়তে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
একইভাবে পারস্য উপসাগর দিক থেকেও দক্ষিণাঞ্চলে ঘণ্টায় ১০-৩৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। সূত্র : গালফ নিউজ
বিআলো/শিলি



