সৌদি চাপের মুখে ইয়েমেন থেকে সরে যাচ্ছে আমিরাত
আর্ন্তজাতিক ডেস্ক: সৌদি আরবের কড়া আলটিমেটামের পর ইয়েমেনে নিজেদের সামরিক উপস্থিতির অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দ্রুততম সময়ের মধ্যে সব আমিরাতি সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সংযুক্ত আরব আমিরাত জানায়, ইয়েমেনে তাদের পূর্বনির্ধারিত লক্ষ্য পূরণ হয়েছে এবং সেখানে অবস্থানরত সব সেনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে। ঘোষণার কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী দক্ষিণ ইয়েমেনের মুকাল্লা বন্দরে হামলা চালায়।
ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। পরিস্থিতির চরম পর্যায়ে রিয়াদ আবুধাবিকে ২৪ ঘণ্টার মধ্যে সেনা প্রত্যাহারের আলটিমেটাম দেয়।
এর আগে এসটিসিকে অস্ত্র ও সাঁজোয়া যান সরবরাহের অভিযোগে আমিরাত-সমর্থিত চালানে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এতে দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা তীব্র হয়।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ইয়েমেন পরিস্থিতি নিয়ে সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কুয়েত, বাহরাইন ও কাতারসহ কয়েকটি উপসাগরীয় দেশ সংলাপ ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, ইয়েমেন থেকে আমিরাতের পূর্ণ সেনা প্রত্যাহার যুদ্ধের সমীকরণে নতুন বাস্তবতা তৈরি করবে।
বিআলো/শিলি



