• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সৌদি সরকারের অনুদানে বাংলাদেশে ২৪৪ কোটি টাকায় নির্মিত হবে ৮টি আইকনিক মসজিদ 

     dailybangla 
    27th Jul 2025 8:18 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সৌদি সরকারের অনুদানে আটটি আইকনিক মসজিদ নির্মাণ করা হবে, যার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২৪৪ কোটি টাকা (প্রায় ২ কোটি মার্কিন ডলার)। সৌদি সরকারের রাজকীয় গ্রান্ট থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

    আজ রবিবার সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ এ তথ্য জানান।

    ধর্ম উপদেষ্টা জানান, “সৌদি অর্থায়নে এই মসজিদগুলোর নির্মাণকাজ যত দ্রুত সম্ভব শুরু করা হবে। ইতোমধ্যে কয়েকটি বিভাগের পক্ষ থেকে জমি প্রস্তাব পাওয়া গেছে। বাকি বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে জমি নির্ধারণের প্রক্রিয়া চলমান।”

    তিনি আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ। বর্তমানে প্রায় ৩২ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত, যারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একইসঙ্গে সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নেও এ প্রবাসীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।

    ধর্ম উপদেষ্টা সৌদি সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, এ বছর অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে হজ ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে।” তিনি আগামী বছর হজ ব্যবস্থাপনায় আরও উন্নয়নের লক্ষ্যে মিনা, আরাফা ও মুজদালিফায় ওয়াশরুম বৃদ্ধি, নিরবিচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ, এবং মিনার তাঁবুতে বিছানার আকার বড় করার বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে প্রস্তাব দেন।

    রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এসব প্রস্তাব তার দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে তুলে ধরবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি তিনি বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও উন্নয়ন সহায়তা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

    সাক্ষাতে আরও আলোচনা হয়-বাংলাদেশে আরবি ভাষা ইনস্টিটিউট স্থাপন, হজযাত্রীদের লাগেজ পরিবহনে আরএফআইডি ট্যাগ সংযোজন, এবং অন্যান্য দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে।

    সাক্ষাৎকালে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক এবং হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031