স্কুলিং মডেলের বিরুদ্ধে পাঁচ কলেজ শিক্ষার্থীর বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: উচ্চমাধ্যমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কায় প্রস্তাবিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ মোড়ে আন্দোলনে নামে সরকারি পাঁচ কলেজের শিক্ষার্থীরা।
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে রোববার সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল নিয়ে তারা দুপুর পর্যন্ত শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে রাখে, ফলে ব্যাহত হয় যান চলাচল।
শিক্ষার্থীদের অভিযোগ, স্কুলিং মডেল কার্যকর হলে এসব কলেজে উচ্চমাধ্যমিক বিভাগ বিলুপ্ত হওয়ার শঙ্কা তৈরি হবে। তাই আগাম সতর্কতা হিসেবে এই আন্দোলন। তাদের ঘোষণা- দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আলাদা কর্মসূচি ঘোষণা করেছে। দীর্ঘদিন ধরে কার্যক্রম থমকে থাকা এবং অধ্যাদেশ চূড়ান্ত না হওয়ায় তারা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে।
বিআলো/শিলি



