• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল 

     dailybangla 
    10th Nov 2025 2:26 pm  |  অনলাইন সংস্করণ

    সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সিলেট: সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৫” অর্জন করেছেন তরুণ সমাজকর্মী ও রেডিও এক্টিভিস্ট মোহাম্মদ দিদারুল আলম, যিনি মিডিয়ায় দিদারুল ইকবাল (S21DAL – সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা) নামে পরিচিত। তিনি বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী।

    শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেলে রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত “দৈনিক অভিযোগ বার্তা”-এর গৌরবময় ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এ পদক প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর চেয়ারম্যান ও স্টার বাংলাদেশ মিডিয়ার সিইও খন্দকার আছিফুর রহমান তোতা। সভাপতিত্ব করেন দৈনিক অভিযোগ বার্তার প্রকাশক ও সম্পাদক এস এম ফিরোজ আহম্মেদ।

    চলচ্চিত্র অভিনেত্রী রেবেকাসহ উপস্থিত অতিথিবৃন্দ দিদারুল ইকবালের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং মেডেল পরিয়ে দেন।

    দিদারুল ইকবাল (S21DAL) একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী, সংগঠক ও রেডিও এক্টিভিস্ট। তিনি বাংলাদেশ বেতারসহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক বেতার কেন্দ্র- যেমন চীন আন্তর্জাতিক বেতার, রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া, রেডিও ভেরিতাস এশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, ডয়চে ভেলে, রেডিও জাপান, রেডিও তেহরান, বিবিসি, ভয়েস অব আমেরিকা, রেডিও রোমানিয়া, রেডিও ফ্রান্স ও রেডিও নেপাল- এর তথ্য ও অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন।

    তিনি গ্রামাঞ্চল, দুর্গম এলাকা, শহর-বন্দর ও বস্তি সব শ্রেণির মানুষের মাঝে উন্নয়নমূলক তথ্য, সরকারি ও বেসরকারি সেবা এবং জীবনঘনিষ্ঠ বার্তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বেতারের মাধ্যমে প্রাপ্ত তথ্য সমাজে ছড়িয়ে দিয়ে তিনি ইতিবাচক সামাজিক পরিবর্তন ও সচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখছেন।

    সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর এই নিরবচ্ছিন্ন অবদানের স্বীকৃতি হিসেবে স্টার বাংলাদেশ মিডিয়া ও দৈনিক অভিযোগ বার্তা তাঁকে মর্যাদাপূর্ণ “স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৫”-এ ভূষিত করে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, চলচ্চিত্র নির্মাতা জ্যাম্বস কাজল, সাংবাদিক কাজল হাজরা, অভিনেতা আমান রেজা, অভিনেত্রী ক্যামিলিয়া নিশান, সংগীতশিল্পী সোহেলী সুলতানা, মডেল নিগার দৌলা ও কণ্ঠশিল্পী এস এম শফি।

    স্বর্ণপদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী সবুজ রায় সঞ্চালিত এই বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিকতা, সমাজসেবা, উদ্যোক্তা উন্নয়ন, সংস্কৃতি ও মডেলিংসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ “স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়।

    সাংবাদিক, সংস্কৃতিকর্মী, পাঠক ও বিনোদন অঙ্গনের তারকাদের অংশগ্রহণে জমকালো অনুষ্ঠানে ছিল ফ্যাশন শো, সংগীত পরিবেশনা, নৃত্য ও কেক কাটার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পরিসমাপ্তি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031