স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে চোর হলেন বিবিএ পাস তরুণ
আর্ন্তজাতিক ডেস্ক: স্ত্রীর বিলাসী জীবনধারা বজায় রাখতে গিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক মর্যাদা বিসর্জন দিলেন ভারতের রাজস্থানের এক বিবিএ পাস যুবক। ভালো বেতনের চাকরি ছেড়ে অবশেষে বেছে নেন চুরির পথ। ঘটনাটি রাজস্থানের জয়পুরে ঘটেছে এবং তা প্রকাশ্যে আসার পর বিস্ময় ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।
সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় প্রকাশ্যে এক নারীর গলা থেকে সোনার চেন ছিনতাই হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরের পরিচয় জানতে পারে।
পরিচয় মিলতেই শুরু হয় অভিযান। শুক্রবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবকের নাম তরুণ পারেক, যিনি রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা।
পুলিশি জিজ্ঞাসাবাদে তরুণ জানান, স্ত্রীর বিলাসী জীবনযাত্রার চাহিদা মেটাতেই তিনি চাকরি ছেড়ে চুরির মতো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন।
এই ঘটনায় হতবাক স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ। এক শিক্ষিত যুবক কীভাবে কেবল পারিবারিক চাপের কারণে অপরাধ জগতে পা রাখে—তা নিয়ে উঠেছে প্রশ্ন।
বিআলো/শিলি