স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, আটকা ৮ ট্রেন
নিজস্ব প্রতিবেদক: স্থায়ী ক্যাম্পাসের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদনের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে রেলপথ ব্লকেড করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় পাঁচ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে উভয় প্রান্তে আটটি ট্রেন আটকা পড়েছে—এর মধ্যে সাতটি যাত্রীবাহী এবং একটি তেলবাহী মালবাহী ট্রেন। আটকে থাকা ট্রেনগুলো হলো-চিত্রা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এবং একটি তেলবাহী ট্রেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান, দীর্ঘসময় রেলসড়ক অবরোধ থাকায় ভয়াবহ শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এর প্রভাবে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে উত্তরমুখী একাধিক ট্রেনের যাত্রা বন্ধ রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ৮ বছরেও পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি, যা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য চরম ভোগান্তির। সরকারের কাছ থেকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরও ইতিবাচক সাড়া না পেয়ে আজ থেকে রেলপথ অবরোধ শুরু করা হয়েছে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাস বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরব না। তাদের এই আন্দোলনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছেন।
বিআলো/এফএইচএস