স্পেনে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: পুলিশ-জনতার মুখোমুখি
dailybangla
04th Oct 2025 2:27 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: গাজার উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে স্পেনের বার্সেলোনা শহর উত্তাল হয়ে ওঠে। শুক্রবার (৩ অক্টোবর) ফিলিস্তিনপন্থি নাগরিকরা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা, পোস্টার ও ব্যানার হাতে মিছিল করেন। তারা স্টারবাকস, বার্গার কিং, ক্যারেফোরসহ কিছু ইসরায়েলি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালান এবং দেয়ালে ইসরাইলবিরোধী স্লোগান লিখে যান।
এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ টিয়ার শেল ছোড়ে। একই দিনে বার্সেলোনার শিক্ষার্থীরাও গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরায়েলি কর্তৃপক্ষ বাধা দেওয়ার প্রতিবাদে রাস্তায় নামে।
বিআলো/শিলি