‘স্পোর্টস অ্যান্ড ফ্যামিলি ডে ২০২৫: হুয়াওয়ে কর্মী ও পরিবার মিলনমেলায় উদযাপন
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি হুয়াওয়ে বাংলাদেশের উদ্যোগে ‘হুয়াওয়ে স্পোর্টস অ্যান্ড ফ্যামিলি ডে ২০২৫’ উদযাপন করা হয়েছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল হুয়াওয়ে পরিবারের সকল সদস্য এবং তাঁদের প্রিয়জনদের সঙ্গে পারস্পরিক বন্ধন ও একত্রতার আনন্দ ভাগাভাগি করা। অনুষ্ঠানটি হুয়াওয়ের কর্মী ও পরিবারের জন্য আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
বুধবার হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও উ জি এবং প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা গেমস, চিত্রাঙ্কন, স্প্রিন্ট, সংগীত ও নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলেন।
হুয়াওয়ে বাংলাদেশের সিইও উ জি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, “হুয়াওয়ে নিয়মিতভাবে কর্মীদের জন্য খেলাধুলা ও ফ্যামিলি ডে-সহ বিভিন্ন কার্যক্রম আয়োজন করে। এর মাধ্যমে আমরা তাঁদের অবদানকে স্বীকৃতি দিয়ে একসাথে আনন্দ উদযাপন করে থাকি। আমাদের কর্মীরা শুধু হুয়াওয়েকে এগিয়ে নিচ্ছে না, বরং তাদের নিষ্ঠা, পরিশ্রম এবং উদ্ভাবন দিয়ে দেশের প্রযুক্তিগত অগ্রগতিতে ভূমিকা রাখছে। এই আয়োজন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করার পাশাপাশি নতুন উদ্যম নিয়ে একসাথে এগিয়ে যেতে অনুপ্রাণিত দেবে।”
হুয়াওয়ে বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার ঝৌ শিয়াওফেং বলেন, “আমরা এমন উৎসবমুখর পরিবেশে হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবারের সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করতে পেরে আনন্দিত। হুয়াওয়ের ফ্যামিলি ডে এবং অন্যান্য উদ্যোগ কর্মক্ষেত্রের বাইরেও কর্মীদেরকে ভালো রাখার প্রতি আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে। কর্মীদের পরিবারের সদস্যদের প্রতিও আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তাঁদের সহযোগিতা ও সমর্থন কর্মীদের পেশাগত সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
ফ্যামিলি ডে ছাড়াও হুয়াওয়ে সারা বছর জুড়ে কর্মী ও তাঁদের পরিবারের সঙ্গে বিভিন্ন উৎসব উদযাপন করে থাকে। এই ধরনের আয়োজন কর্মীদের মধ্যে উচ্ছ্বাস বাড়ায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে সংহতি ও একতার বন্ধনকে আরও দৃঢ় করে।
বিআলো/তুরাগ



