স্বর্ণের টয়লেট ‘আমেরিকা’ নিলামে, শুরুমূল্য এক কোটি ডলার
dailybangla
03rd Nov 2025 6:56 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: ১০১ কেজি স্বর্ণের তৈরি সম্পূর্ণ কার্যকরী টয়লেট ‘আমেরিকা’ এবার নিউইয়র্কে নিলামে উঠছে। প্রাথমিক মূল্য ধরা হয়েছে এক কোটি ডলার।
ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের এই ভাস্কর্য ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্রাসাদ থেকে চুরি হওয়ার পর বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে।
সোথবির সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপেরিন বলেন, “ক্যাটেলান শুধু শিল্পী নন, তিনি বিতর্কও তৈরি করেন।”
এর আগে তার কাজ ‘কমেডিয়ান’ নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হয়েছিল, আর ‘হিম’ ১.৭২ কোটি ডলারে।
শিল্পী নিজে বলেছেন, ‘আমেরিকা’ অতিরিক্ত সম্পদকে ব্যঙ্গ করার জন্য তৈরি। তার কথায়, ২ ডলারের হটডগ বা ২০০ ডলারের লাঞ্চ- ফলাফল সবসময় একই রকম।
বিআলো/শিলি



