স্বর্ণের বাজারে নতুন রেকর্ড, ভরিতে দাম ২ লাখ ছাড়াল
বিআলো ডেস্ক: স্বর্ণের আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দামে আজ বুধবার (৫ নভেম্বর)ও স্বর্ণ বিক্রি হচ্ছে। এর আগে ১ নভেম্বর ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে নতুন দর ঘোষণা করে সংগঠনটি।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। ২ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই দরে আজও লেনদেন চলছে।
নতুন মূল্য অনুযায়ী-
* ২২ ক্যারেট প্রতি ভরি: ২,০১,৭৭৬ টাকা
* ২১ ক্যারেট প্রতি ভরি: ১,৯২,৫৯৬ টাকা
* ১৮ ক্যারেট প্রতি ভরি: ১,৬৫,০৮১ টাকা
* সনাতন পদ্ধতি প্রতি ভরি: ১,৩৭,১৮০ টাকা
বাজুস জানিয়েছে, স্বর্ণের দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার নকশা ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি।
বর্তমানে রুপার দাম-
* ২২ ক্যারেট প্রতি ভরি: ৪,২৪৬ টাকা
* ২১ ক্যারেট প্রতি ভরি: ৪,০৪৭ টাকা
* ১৮ ক্যারেট প্রতি ভরি: ৩,৪৭৬ টাকা
* সনাতন পদ্ধতি প্রতি ভরি: ২,৬০১ টাকা
স্বর্ণের দর বাড়ার ফলে বাজারে নতুন করে চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে বাজুস।
বিআলো/শিলি



