স্বল্পঝুঁকির লেজার চিকিৎসায় দৃষ্টান্ত স্থাপন, বিজয় দিবস সম্মাননা পেলেন ডা. ইয়াকুব আলী
জ. ই বুলবুল: মুক্তিযুদ্ধের চেতনায় মানবসেবা এবং মেরুদণ্ড ও হাঁটুর লেজার সার্জারিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিজয় দিবস সম্মাননা–২০২৫’ অর্জন করেছেন বাংলাদেশ লেজার অ্যান্ড সেল সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং মেরুদণ্ড ও হাঁটুর লেজার সার্জারি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইয়াকুব আলী।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত “মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন নতুন দেশ গড়া হোক বিজয় দিবসের অঙ্গীকার” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। গত সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় লেজার সার্জারি একটি যুগান্তকারী সংযোজন। ডা. মোহাম্মদ ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে মেরুদণ্ড ও হাঁটুর জটিল রোগে লেজার সার্জারির মাধ্যমে নিরাপদ, কার্যকর ও স্বল্পঝুঁকিপূর্ণ চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। তার এ চিকিৎসা কার্যক্রম হাজারো রোগীর জীবনে স্বস্তি ও নতুন আশার সঞ্চার করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আলী আশরাফ আখন্দ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, পলাশ, ইধুন বাবু, তথ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবির, জ্যেষ্ঠ সাংবাদিক জ. ই বুলবুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সম্মাননা গ্রহণকালে ডা. মোহাম্মদ ইয়াকুব আলী বলেন,
“এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মেরুদণ্ড ও হাঁটুর রোগে আধুনিক লেজার চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের হাসপাতালের লক্ষ্য ও উদ্দেশ্য।”
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘বিজয় দিবস সম্মাননা–২০২৫’ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বিআলো/ইমরান



