• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    স্বাধীনতা দিবসে খিলগাও মডেল কলেজে ওসাকের আত্মপ্রকাশ 

     dailybangla 
    27th Mar 2025 2:57 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা দিবসে রাজধানী ঢাকার খিলগাও থানাধীন খিলগাও মডেল কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সমন্বয়ে গঠিত হলো ‘ওল্ড স্টুডেন্ট এসোসিয়েশন অব খিলগাও মডেল কলেজ’ যার সংক্ষেপ (ওসাক)।

    ২৬ মার্চ (বুধবার) বিকাল ৫ টায় এক অনারম্বর পরিবেশে প্রায় দুই শতাধিক সদস্যের অংশগ্রহনে অত্যন্ত আনন্দ উল্লাসের মাধ্যমে কেক কাটার মাধ্যমে মুহুমুহু করতালি দিয়ে ওসাকের আত্মপ্রকাশ হয়।

    ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই প্রাক্তন ছাত্র/ছাত্রীদের নিয়ে গড়া এরুপ সমিতি বা সংগঠন গড়ে উঠছে যা স্ব স্ব শিক্ষা ব্যাপক সহায়ক ভুমিকা পালন করে আসছে পাশাপাশি যুগ যুগ ধরে। অটুট থাকার এবং জাতীয় দিবস গুলো সকলে একত্রিত হয়ে বিশাল মিলন মেলার আয়োজন করা সম্ভব এতে করে বন্ধুদের মাঝে কলেজের সাথে এক সেতু বন্ধনের সুযোগ সৃষ্টি হয় যা কলেজের শিক্ষা ও পরিবেশ উন্নয়নের ব্যাপক ভুমিকা রাখার সম্ভাবনা শতভাগ। এ সকল সংগঠনটি সর্বদা একটি অরাজনৈতিক এবং স্বেচ্ছায় সেবামূলক কর্মকান্ড পরিচালিত হয়ে থাকবে বলে জানান ওসাকের স্বপ্নদ্রষ্টা ও প্রধান উদ্যোক্তা দৈনিক ভোরের পাতার চীফ রিপোর্টার সুমন চৌধুরী।

    এই স্বাধীনতা দিবসে বিকেল ৪ টা থেকে শুরু হয় ছাত্র/ছাত্রীদের আগমন। শুরুতেই তাদের ফুল দিয়ে বরন করা হয় তারপর বুথ নং এক ও বুথ নং দুই য়ে মোস্তাফিজুর রহমান মানু ও শাজাহান বিক্রমের কাছে থেকে ওসাকের লোগো ও কলেজের ছবি সম্বলিত টিশার্ট হাতে পেয়ে সবাই যেনো সেই পুরনো স্মৃতিতে ফিরে যান তারপর ক্যাম্পাস পরিনত হয় এক মহান মিলন মেলায় চারিদিকে আড্ডা, সেলফি আর বন্ধুদের সাক্ষাতে ও কোলাকুলিতে কলেজ ক্যাম্পাস মুখরিত হয়।

    বিকাল ৫:১৫ মিনিটে কলেজের প্রধান মিলনায়তনে শুরু হয় ওসাক আত্মপ্রকাশের মুল আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. চৌধুরী হুমায়ুন কবির।

    বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন মডেল কলেজের অধ্যক্ষ ইমাম জাফর, কলেজ পরিচালনা পরিষদের হিতৈষী সদস্য মামুনুর রশীদ আখন্দ, বিশিষ্ট শিল্পপতি কলেজের প্রাক্তন ছাত্র মো: বদরুল আলম পল্লব, মডেল কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো: শফিউল্লাহ ভুইয়া অনি, সাবেক ভিপি আব্দুর রাজ্জাক হাওলাদার, ওসাকের প্রধান উদ্যোক্তা কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক সুমন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আবদুল আলীম পান্না আহবায়ক ওসাক।

    শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য সাবেক ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সদস্য সচিব ওসাক। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ওসাকের ইফতার উদযাপন কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুল্লাহ ভুইয়া হাবিব। চৌধুরী হুমায়ুন কবির পারিবারিক জরুরী কাজে আসতে না পারায় ওসাক আত্মপ্রকাশ উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: বদরুল আলম পল্লব।

    সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় খিলগাও মডেল কলেজে ও ওসাকের কি রকম পদচারনা দরকার সেইসব বিষয়ের উপর আলোচনা করা হয় এতে আলোচনায় বক্তব্য রাখেন নওজেশ আলী সুজন, ইকবাল হোসেন রানা, হাবিবুল্লাহ ভুইয়া হাবিব, মোস্তাফিজুর রহমান মানু সকলে ওসাকের উদ্যোক্তা সুমন চৌধুরীকে বিশেষ ধন্যবাদ দিয়ে ওসাক কে এগিয়ে নিতে সকলে এক সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে ওসাকের আত্মপ্রকাশে সাধুবাদ জানিয়ে এর আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে কলেজ ক্যাম্পাসে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই এই কলেজে নিয়ম মাফিক অনুমতি সাপেক্ষে একটি কার্যালয় নিয়ে বিগত ৫৫ বছরে যারা এই কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন তাদের সকলকে বিভিন্ন উপায়ে খুজে বের করে ওসাকের সাথে সম্পৃক্ত করার পরামর্শ প্রদান করেন।ওসাকের ভবিষ্যত কর্মকান্ডে তিনি নিজে উপস্থিত থাকা সহ সব রকমভাবে সাহায্য সহযোগীতা করে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

    ওসাকের ভবিষ্যত কর্মকান্ড পরিচালনা করতে আনুষ্ঠানিকভাবে গ্রুপ এডমিনের দায়িত্বে যুক্ত করা হয়। শফিউল্লাহ ভুইয়া অনি কে আলোচনা সভা শেষে তিনি মহান আল্লাহর দরবারে সকল কে সাথে নিয়ে মোনাজাত পরিচালনা করেন। পরিশেষে ওসাক কে সামনের দিকে এগিয়ে নিতে এবং ওসাক কে আরো বেশী শক্তিশালী ও গতিশীল করতে সকলের প্রতি আহবান জানিয়ে সভার সভাপতি ওসাকের আহবায়ক আব্দুল আলীম পান্না। তারপর ওসাকের নাম সম্বলিত কেক কাটার মাধ্যমে শুরু হয় ওসাকের শুভ পদযাত্রা। মহতি এই অনুষ্ঠান টি সফল করার লক্ষে ওসাক আত্মপ্রকাশ ও ইফতার উদযাপন কমিটি করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930