স্বাস্থ্যঝুঁকিতে ভিসা বাতিলের আশঙ্কা যুক্তরাষ্ট্রে
আর্ন্তজাতিক ডেস্ক: ডায়াবেটিস, স্থূলতা বা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত বিদেশিদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বাধা আসতে পারে। নতুন নির্দেশনায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব আবেদনকারী যুক্তরাষ্ট্রে গেলে তারা ‘পাবলিক চার্জ’ বা রাষ্ট্রের আর্থিক বোঝা হয়ে উঠতে পারেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জারি করা নির্দেশনায় বলা হয়েছে, হৃদ্রোগ, শ্বাসযন্ত্রের সমস্যা, ক্যানসার, ডায়াবেটিস, স্নায়বিক ও মানসিক রোগের মতো স্বাস্থ্যঝুঁকি থাকলে আবেদনকারীর চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য যাচাই করতে হবে।
আইনজীবীরা বলছেন, চিকিৎসাসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভিসা কর্মকর্তাদের হাতে দেওয়া উদ্বেগজনক, কারণ তারা চিকিৎসক নন। ধারণা করা হচ্ছে, এ নীতি মূলত স্থায়ী বসবাসের ভিসা (গ্রিন কার্ড) আবেদনকারীদের ক্ষেত্রে বেশি প্রভাব ফেলবে।
সার্বিকভাবে, যুক্তরাষ্ট্রে কেউ যেন সরকারি সহায়তার ওপর নির্ভরশীল না হয়, তা নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
বিআলো/শিলি



