• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    স্বাস্থ্যসেবায় সিএইচসিপিদের ভূমিকা: আলোচনা সভা ও অনুদান চেক বিতরণ 

     dailybangla 
    01st Aug 2025 11:58 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিয়োজিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) কার্যক্রম পর্যালোচনা ও উৎসাহ প্রদান উপলক্ষে এক আলোচনা সভা এবং আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর মহাখালীতে বিএমআরসি ভবনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডা. আসিফ মাহমুদ (পরিচালক, মাঠ প্রশাসন), ডা. গীতা রানী দেবী (পরিচালক, প্রশিক্ষণ), ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি মো. ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামান।

    প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের সরকার ইউনিয়নভিত্তিক স্বাস্থ্যকেন্দ্র চালু করেছিল। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এখন সে ভিত্তিকে আরও শক্তিশালী করা প্রয়োজন। ভবিষ্যতে জনগণের সহযোগিতায় এই সেবাকে আরও প্রসারিত করা হবে।”

    সভাপতির বক্তব্যে মো. আখতারুজ্জামান বলেন, “সিএইচসিপি পেশা একটি মহান দায়িত্ব। আপনারা যদি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে আপনাদের ন্যায্য দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে।”

    অনুষ্ঠানে দেশের সকল জেলার সিএইচসিপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চলতি বছরে মৃত্যুবরণ করা ১৪ জন সিএইচসিপির পরিবারকে জনপ্রতি এক লক্ষ টাকার অনুদান চেক প্রদান করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930