• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    স্বাস্থ্যসেবা হবে আধুনিক ও ডিজিটাল: ড. জিয়াউদ্দিন হায়দার 

     dailybangla 
    12th Nov 2025 11:17 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুজ্জামান মনির, বগুড়া: প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বগুড়ার রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ) হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের আয়োজনে আয়োজিত এই কর্মশালায় ৬টি জেলার ৫০০ জন সিএইচসিপি অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন
    প্রধান আলোচক ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামান

    অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রকিউরমেন্ট, আইসিটি ও গবেষণা) ও উপসচিব মো. নাছির উদ্দিন
    প্রধান প্রেজেন্টেশন দেন ট্রাস্টের পরিচালক (মাঠ প্রশাসন) ডা. আসিফ মাহমুদ
    এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, যিনি সিএইচসিপিদের অবদানকে বিশেষভাবে প্রশংসা করেন।

    প্রশিক্ষণে অংশ নেওয়া ৬টি জেলার প্রতিনিধি হিসেবে ১২ জন সিএইচসিপি মুক্ত আলোচনা পর্বে অংশ নেন।

    আরডিএর মহাপরিচালক অলিউল্লাহ অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন এবং মাঠ পর্যায়ে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

    প্রধান অতিথি ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন,

    “আমাদের দল বিএনপিকে যদি জনগণ দায়িত্ব দেয়, তবে স্বাস্থ্যসেবাকে আধুনিক ও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়া হবে। হেলথ কার্ডের মাধ্যমে ডিজিটাল রেফারেল সিস্টেম চালু করা হবে, যাতে একজন মানুষও চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করে।”

    তিনি সিএইচসিপিদের আরও দায়িত্বশীল হয়ে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

    দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে। উত্তরবঙ্গের অন্যতম সফল ও প্রাণবন্ত প্রশিক্ষণ আয়োজন হিসেবে এটি প্রশংসিত হয়েছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031