স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে নববধূ অপহৃত, স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক
বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বর্ষা আক্তার (১৪) নামে এক নববধূকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বর্ষার মা মাজেদা খাতুন এ ঘটনায় পাঁচজনকে আসামি করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকেই বর্ষার স্বামী রায়হান ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার নিমগাছি গ্রামের রকিবুল ইসলামের ছেলে রায়হান (২২) ও টাঙ্গাইল সদরের বড়বেলতা গ্রামের স্কুলছাত্রী বর্ষা আক্তারের (নবম শ্রেণি) মধ্যে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্ষা বিয়ের জন্য চাপ দিলে রায়হান ও তার পরিবার রাজি না হলেও অবশেষে গত ২ জুলাই বর্ষা রায়হানের বাড়িতে অবস্থান নেয়। পরে ৭ জুলাই তাদের বিয়ে হয়।
কিন্তু বিয়ের পরপরই শুরু হয় নির্যাতন। বাসর রাত থেকে শারীরিক ও মানসিকভাবে বর্ষার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে। নির্যাতনে আহত অবস্থায় ৯ জুলাই বর্ষা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরদিন ১০ জুলাই দুপুরে হাসপাতালের বাইরে বের হলে রায়হান ও তার পরিবারের লোকজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে জানান স্বজনরা।
পরে ১২ জুলাই বর্ষার মা মাজেদা খাতুন ধুনট থানায় লিখিত অভিযোগ দিলে পাঁচজনকে আসামি করা হয়।
ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তরা সবাই পলাতক। অপহৃত বর্ষাকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিআলো/এফএইচএস