স্বৈরশাসকের দোসররা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশলে ব্যস্ত: মুহাম্মদ গিয়াস উদ্দিন
মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ত্যাগের বিনিময়ে এই আন্দোলন সংগ্রামের ফসল উঠেছে। স্বৈরশাসকের দোসররা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা রকম অপকৌশল চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতে ৫ আগস্টের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। ভালো মানুষকে জায়গা করে না দিলে দেশ কখনই ভালো হবে না। যারা আমার কর্মী সমর্থক আছেন তারা যদি কেউ সমাজের ভালো মানুষকে হেয় করেন, অসম্মান করেন তাহলে সে যত বড় নেতাই হোন না কেন আমার সঙ্গে থাকতে পারবেন না। সন্ত্রাসী চাঁদাবাজি কেউ করলে আমাদের কাছে লিখিত অভিযোগ দিবেন, সে যত বড় নেতাই হোক আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজির বিরুদ্ধে এক জনসভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, যারা সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলেছেন, বিএনপি হলো ভালো মানুষের দল। এই দলে সন্ত্রাসী, চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি করতে হলে মানুষের সঙ্গে সংযোগ রাখতে হবে। মানুষ যাকে ভালো না বাসবে, তার স্থান বিএনপিতে হবে না। সুতরাং সাবধান হয়ে যান, অপকর্ম যারা করেন বা করার চেষ্টা করছেন সেদিক থেকে ফিরে এসে মানুষের জন্য কাজ করুন। মানুষকে ভালোবাসুন। মানুষের ভালেবাসা অর্জন করতে পারলে তবেই আপনি বিএনপি নেতা হবেন। অন্যথায় আপনি এই দলের কেউ নন।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রওশন আলীর সভাপতিত্বে ও সহ- সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন ও যুবদল নেতা মো. শহীদুল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ সভাপতি একেএম শামসুল হক, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সহ সভাপতি সেলিম মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনসহ নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ