স্মার্টফোনেও বাসা বাঁধে জীবাণু,জানুন পরিষ্কারের সঠিক উপায়
বিআলো ডেস্ক: দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি স্পর্শ করা স্মার্টফোন নিয়মিত পরিষ্কার না করলে তা হয়ে উঠতে পারে জীবাণুর বড় উৎস।
হাত ধোয়া বা চারপাশ পরিষ্কার রাখার বিষয়ে আমরা যতটা সচেতন, স্মার্টফোন পরিষ্কারের ক্ষেত্রে ততটা নই। অথচ ফোনই হলো এমন একটি বস্তু, যা আমরা রান্নাঘর থেকে শুরু করে অফিস, খাবার টেবিল এমনকি বাথরুমেও ব্যবহার করি।
গবেষণায় দেখা গেছে, একটি স্মার্টফোনে শতাধিক প্রজাতির ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকতে পারে। যদিও সব জীবাণু রোগ সৃষ্টি করে না, তবে সংক্রমণের ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে বাথরুম ব্যবহারের পর বা খাবারের সময় ফোন স্পর্শ করা স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।
তবে ভুলভাবে ফোন পরিষ্কার করাও ক্ষতিকর। অ্যাপল ও স্যামসাংসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সতর্ক করেছে যে ব্লিচ, ভিনেগার, অ্যামোনিয়া, অ্যাসিটোন বা অতিরিক্ত অ্যালকোহল ব্যবহার করলে স্ক্রিনের ওলিওফোবিক আবরণ নষ্ট হতে পারে। এতে স্ক্রিনে দাগ পড়া, টাচ সেনসিটিভিটি কমে যাওয়া বা ওয়াটারপ্রুফ সিল দুর্বল হওয়ার আশঙ্কা থাকে।
নিরাপদভাবে ফোন পরিষ্কার করতে আইসোপ্রোপাইল অ্যালকোহল ওয়াইপ, নরম মাইক্রোফাইবার কাপড় এবং স্পিকার বা চার্জিং পোর্টের জন্য অ্যান্টি-স্ট্যাটিক ব্রাশ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। ফোনের ওপর কখনোই সরাসরি তরল স্প্রে করা উচিত নয়।
সাধারণ ব্যবহারে সপ্তাহে অন্তত একবার ফোন পরিষ্কার করাই যথেষ্ট। তবে গণপরিবহন, হাসপাতাল বা জিমে বেশি ব্যবহার করলে আরও ঘন ঘন পরিষ্কার করা প্রয়োজন।
বিআলো/শিলি



