• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করার পর ফোন হ্যাং হলে যা করবেন 

     dailybangla 
    08th Nov 2024 6:10 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: ফোনে নানান কাজে অ্যাপ ডাউনলোড করছেন যে কোনো সময়। তবে স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে দেখলেন, মোবাইলটি ঘনঘন হ্যাং হচ্ছে, বা স্মার্টফোন দ্রুত গরম হচ্ছে বা চার্জও থাকছে না বেশিক্ষণ। এমন হলে সতর্ক হোন। বিপদ থাকতে পারে ডাউনলোড করা অ্যাপের মধ্যেই।

    জেনে নিন এসময় কী করবেন, কী করবেন না-

    * অ্যাপ ডাউনলোড করুন সব সময়ে ট্রাস্টেড প্ল্যাটফর্ম থেকে। যেমন- বৈধ ও নিরাপদ ওয়েবসাইট অথবা অথরাইজড অ্যাপ স্টোর থেকে।

    * সোশ্যাল মিডিয়ায় কোনও বিজ্ঞাপন দেখে অথবা কোনো ফরোয়ার্ডেড লিঙ্ক বা মেসেজ থেকে কোনও অ্যাপ কখনো ডাউনলোড না-করাই ভালো।

    * কোনো অ্যাপ স্মার্টফোনে ডাউনলোড করার সময়ে ভালো কররে দেখে নিন, তাকে কোন কোন তথ্য ব্যবহারের অনুমতি দিচ্ছেন। একান্ত ব্যক্তিগত কোনো তথ্য, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নম্বর, ব্যাঙ্ক ডিটেলস, আধার-প্যান নম্বর এমন সব তথ্য চাওয়া হলে অবশ্যই সতর্ক হোন।

    * কোনো অ্যাপ ডাউনলোড করার আগে তার বিস্তারিত আগে দেখুন। এর আগের ব্যবহারকারীরা অ্যাপটি সম্পর্কে কী রেটিং দিয়েছেন, এর কোনো খারাপ দিকের কথা উল্লেখ করেছেন কি না, সেগুলো দেখে নিন।

    * আপনার স্মার্টফোনে ট্রাস্টেড অ্যান্টি-ভাইরাস ও অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার অবশ্যই ইনস্টল করে রাখুন। তাতে কোনও ম্যালিশিয়াস অ্যাপ ডাউনলোড করার আগে আপনার কাছে সতর্কবার্তা চলে যাবে।

    * অনেক সময়ে প্রতারকরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে গ্রুপ তৈরি করে নতুন কাজের সুযোগ দেওয়ার নাম করে বিশেষ অ্যাপ ডাউনলোডের পরামর্শ দেয়। এরকম কোনও অ্যাপ ডাউনলোড না-করাই ভালো।

    * সাম্প্রতিক অতীতে কম ইনভেস্টমেন্টে বেশি লাভের টোপ দিয়ে অনেক লোন-অ্যাপ বাজারে ছাড়ছে প্রতারকরা। এরকম অ্যাপ ডাউনলোড করবেন না।

    * অনেক সময়ে আবার আপনাকে কোনো সার্ভিস প্রোভাইডারের নাম করে মোবাইলে রিমোট অ্যাপ ডাউনলোডের টোপ দিতে পারে প্রতারকরা। সেটা করবেন না। কারণ, এতে আপনার মোবাইলের দখল রিমোটেই নিয়ে নিতে পারে প্রতারকরা।

    * যেসব মোবাইল অ্যাপ আপনি দীর্ঘদিন ব্যবহার করছেন না, সেগুলো আন-ইনস্টল করে দেওয়াই ভালো। নাহলে সেগুলি আপডেট হতে থাকবে, আপনার স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চালুও থাকবে, তাতে মোবাইলের চার্জ তাড়াতাড়ি চলে যেতে পারে। ফোন হ্যাংও হতে পারে।

    সূত্র: গ্যাজেট ৩৬০

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930