হংকংয়ের আবাসিক কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে, নিহত বেড়ে ৯৪
dailybangla
28th Nov 2025 12:54 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: হংকংয়ের তাই পো অঞ্চলের ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯৪ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৩০০ জন।
দীর্ঘ ২৪ ঘণ্টার প্রচেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও বহু তলা বিশিষ্ট ভবনের ভেতর আটকে পড়াদের অনেকেই নিখোঁজ।
১৯৮৩ সালে নির্মিত আট ব্লকের এই কমপ্লেক্সে সংস্কারকাজ চলছিল এবং ভবনের বাহিরে বাঁশের কাঠামো ও জালের ঘেরাটোপ ছিল, যা আগুন ছড়িয়ে পড়াকে ত্বরান্বিত করেছে বলে ধারণা করছে পুলিশ।
অবহেলার অভিযোগে নির্মাণ সংস্থার তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, তারা আগুনের কোনো সতর্ক সংকেত পাননি এবং প্রতিবেশীদের সতর্ক করতে দরজায় দরজায় ছুটে যেতে হয়েছে।
এটি হংকংয়ের গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবে চিহ্নিত হচ্ছে। সূত্র: রয়টার্স, আলজাজিরা
বিআলো/শিলি



