হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইনে দণ্ডিত জিমি লাই
আর্ন্তজাতিক ডেস্ক: বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ ও জাতীয় নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে হংকংয়ের প্রখ্যাত গণতন্ত্রপন্থি নেতা জিমি লাইকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।
সোমবার (১৫ ডিসেম্বর) হংকংয়ের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আনা সব অভিযোগে আদালত জিমি লাইকে দোষী ঘোষণা করেন। তবে তার সাজা কী হবে, তা পরে জানানো হবে।
আদালতের বিচারক বলেন, লাই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ছিলেন এবং বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের ষড়যন্ত্রে তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন।
৭৮ বছর বয়সী জিমি লাইয়ের বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী প্রকাশনা ছড়ানোর অভিযোগ আনা হয়। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেন। ২০২০ সালের ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন তিনি।
রায়ের আগে হংকং হাইকোর্টের বাইরে তার সমর্থকদের ভিড় দেখা যায়। এদিকে, জিমি লাইয়ের মুক্তির দাবিতে আন্তর্জাতিক চাপও বাড়ছে। বিশ্লেষকদের মতে, দুটি গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
বিআলো/শিলি



