• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘হঠাৎ আগুন! ১০ মিনিটেই সব শেষ’-লালবাগে প্লাস্টিক কারখানায় দফায় দফায় বিস্ফোরণ, পুড়ল একাধিক ভবন 

     dailybangla 
    17th Dec 2025 10:30 pm  |  অনলাইন সংস্করণ

    আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে; অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে

    মো. আশিকুর রহমান: পুরান ঢাকার লালবাগ থানার ইসলামবাগের মাদ্রাসা গলিতে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে একাধিক ভবন পুড়ে গেছে। সোমবার বেলা ১টা ১০ মিনিটের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
    স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, প্রথমে মনে হইছিল গ্যাসের চাপ, তারপরে একের পর এক বিস্ফোরণের মতো শব্দ হইতে লাগল। দেখি কালা ধোঁয়ায় সব ঢাইকা গেছে। ১০ মিনিটেই আগুনটা ভয়ংকর হইয়া উঠে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে স্থানীয় বাসিন্দা, দোকানদার এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরাও অংশ নেন। সরু গলি ও পানির উৎস দূরে থাকায় ফায়ার সার্ভিসকে প্রচণ্ড বেগ পোহাতে হয়।

    আগুনে প্লাস্টিক কারখানাটি সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি পাশের চারতলা, পাঁচতলা ও তিনতলা ভবনের বিভিন্ন ফ্ল্যাটের দরজাজানালা, বৈদ্যুতিক তার, আসবাবপত্র এবং মেশিনের অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়। ছয়তলা ভবনের লাগোয়া টিনশেড ঘর ও পেছনের আরেকটি ছোট প্লাস্টিক কারখানাও ভস্মীভূত হয়।

    ঘটনাস্থলে থাকা আরেক প্রত্যক্ষদর্শী রুবেল বলেন, বাড়ির ভেতরে যাইতেও পারছিলাম না। গরমে আইলাইর (আলোর) মতো লাগতেছিল। আগুন ছড়াইলে কোত্থেকে যে বিস্ফোরণ হইতেছিল বুঝতাছিলাম না।

    ব্যবসায়ীরা ধারণা করছেন, পাশের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় থাকা গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস বলছে, প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।
    ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, প্লাস্টিক ও দাহ্য রাসায়নিক থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সরু রাস্তা ও পানি সংকট মোকাবিলা করেই আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে।

    এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে জানান তিনি।
    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি-ভিডিওতে দূর থেকেও ধোঁয়ার কুন্ডলি দেখা যায়। আতঙ্কে অনেকে দ্রুত ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন।
    এদিকে ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাসিন্দারা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031