• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হঠাৎ মহেশখালীতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস 

     dailybangla 
    03rd Sep 2025 6:14 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে কক্সবাজারে রয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি মহেশখালী দ্বীপের কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন। এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

    বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি।

    জানা গেছে, ঢাকা থেকে পিটার হাসসহ ৩ জনই কক্সবাজার পৌঁছে বিমানবন্দর হতে শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাট থেকে স্পিডবোটযোগে মহেশখালীতে আসেন। মহেশখালী আসার পর হোপ ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তারা প্রতিনিধি দলে যুক্ত হন। পরে মহেশখালী জেটিঘাট থেকে প্রতিনিধি দলটি উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপড়ায় পৌঁছান। এ সময় সেখানে হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান।

    মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক জানান, নয়াপড়ায় হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন এবং হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় মিলিত হন। পরে ওখানে এক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এবং গাছের চারা রোপণ করেন পিটার ডি হাস।

    পরে প্রতিনিধি দলটি উপজেলার বড় মহেশখালী নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিদর্শনে যান। এ সময় শক্তি ফাউন্ডেশনের হেড অব ফিল্ড অপারেশন মোহাম্মদ কামরুজ্জামান প্রতিনিধি দলকে স্বাগত জানান। এ সময় তিনি শক্তি ফাউন্ডেশনের কার্যক্রম ও চিকিৎসা ক্যাম্পের খোঁজখবর নেন।

    পরে প্রতিনিধি দলটি মহেশখালীর আদিনাথ মন্দির এলাকা পরিদর্শন করেন এবং বেলা আড়াইটার দিকে মহেশখালী আদিনাথ জেটিঘাট হয়ে নদীপথে মহেশখালী ত্যাগ করেন। একই দিন প্রতিনিধি দলটির ঢাকা ফেরার কথা রয়েছে বলে সূত্র জানিয়েছে।

    এর আগে মঙ্গলবার রাতে শক্তি ফাউন্ডেশনের ঢাকা অফিসের কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস মূলত তার কোম্পানির বা নিজের কার্যক্রমের অংশ হিসেবে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিদর্শনে আসবেন। এরইমধ্যে সম্ভব হলে তিনি চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করতে পারেন। তবে তিনি মাতারবাড়ি সফর না করেই মহেশখালী ত্যাগ করেন।

    মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যাহ জানিয়েছেন, প্রতিষ্ঠানিকভাবে এ সফরের বিষয়ে তিনি অবগত নন।

    জানা গেছে- সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কর্মরত। এ কোম্পানিটি মহেশখালীতে উন্নয়ন কাজের সঙ্গেও যুক্ত।

    এদিকে মহেশখালীতে তার সফরকে ঘিরে এক ধরনের গোপনীয়তা রক্ষা করা হয়। তার মহেশখালী সফরের বিষয় জানাজানি হলে এলাকায় এক ধরনের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    পিটার ডি. হাস ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত থাকাকালে ২০২৩ সালের ১৫ নভেম্বর হত্যা করার হুমকি দিয়ে বক্তব্য কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফরিদুল আলম পিটার ডি হাসকে হত্যা করার হুমকি দেন। সেই সময় তার ওই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। পরে এমন বক্তব্যের বিষয়ে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন ওই আওয়ামী লীগ নেতা।

    এর আগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কক্সবাজার সফরে গেলে পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন উঠে। পরে যদিও এনসিপি নেতারা তা অস্বীকার করেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930