হত্যা মামলায় আওয়ামী লীগ নেত্রী স্বপ্না গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার (১ সেপ্টেম্বর) রাতের এ অভিযানের পর তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বপ্নাকে রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গুলশান থানায় দায়ের হওয়া জুলাই হত্যা মামলার ৬২ নম্বর আসামি স্বপ্না। তিনি ক্যান্টনমেন্ট থানার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, স্বপ্নার বিরুদ্ধে হত্যা, মাদক, জমি দখল ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যে, তিনি এলাকায় “মাদক সম্রাজ্ঞী” নামে পরিচিত।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দলীয় প্রভাব খাটিয়ে বিপুল সম্পদ অর্জন করেন স্বপ্না আক্তার। এ সময় তিনি নারী ও পুরুষ সদস্যদের নিয়ে দুটি বাহিনী গড়ে তোলেন এবং শিল্পপতিদের জিম্মি করে অর্থ আদায়ের ঘটনাতেও জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিআলো/এফএইচএস